ঢাকা: দেশের ইমাম ও খতিবদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ রোববার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আওতায় থাকা ইমাম ও খতিবদের পাশাপাশি ওয়াকফভুক্ত মসজিদগুলোতেও ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওয়াকফ প্রশাসনের বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়াকফের সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটালাইজ করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এ সময় তিনি চলতি বছরের হজ ব্যবস্থাপনার সফলতার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী বছর হজে যাওয়া সহযোগীদের জন্য কিছু সুযোগ-সুবিধা পুনর্বিন্যাস করা হবে। তারা চিকিৎসা, খাদ্য, ও পরিবহন সুবিধা বিনামূল্যে পেলেও অতিরিক্ত ‘অ্যালায়েন্স’ সুবিধা আর দেওয়া হবে না। ড. খালিদ হোসেন আরও বলেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং আমি না থাকি, তারপরও চেষ্টা থাকবে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের কাঠামোগত সংস্কার করে যাওয়ার।
Discussion about this post