স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারের তিক্ত স্মৃতি এবার নতুন করে প্রতিশোধ নেওয়ার সুযোগ এনে দিয়েছে বাংলাদেশকে। ছয় বছর আগে অনূর্ধ্ব–২৩ দলের আসরে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনদের দল ফাইনালে ৭৭ রানে হার মানলেও এবার নাম বদলে রাইজিং স্টারস এশিয়া কাপে নতুন লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস।আজ রোববার (২৩ নভেম্বর) দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান শাহিনস।প্রতিশোধের পাশাপাশি এ ফাইনাল বাংলাদেশের জন্য প্রথমবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনাও তৈরি করেছে। পাকিস্তানের বিপক্ষে আজকের লড়াইয়ে দলের জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারেন পাকিস্তানের অধিনায়ক মাজ সাদাকাত। চার ম্যাচে ২৩৫ রান করা এই ব্যাটার তিন ইনিংসে অপরাজিত ছিলেন। শুধু সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ বলে ২৩ রান করে আউট হন তিনি।বড় ম্যাচে রান করার অভ্যাস রয়েছে এই বাঁহাতি ব্যাটারের। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৭৯ রানের ঝলমলে ইনিংসও খেলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আজ তার প্রয়োজন মাত্র ৫ রান—এতে পেছনে ফেলবেন ভারতের বৈভব সূর্যবংশীকে। সাদাকাতই এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার। বাংলাদেশের ভরসা হতে পারেন রিপন মণ্ডল। ভারতের বিপক্ষে সেমিফাইনালে সুপার ওভারে জয়ের নায়ক ছিলেন এই পেসার—কোনো রান না দিয়ে দুই ভারতীয় ব্যাটারকে ফেরান তিনি। ৮ উইকেট নিয়ে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও রিপন।ব্যাট হাতে ঝড় তুলতে পারেন ওপেনার হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করা এই ব্যাটার সেমিফাইনালেও ভারতের বিপক্ষে করেছেন ৬৫ রান। ৪ ম্যাচে ২০২ রান করে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
























































Discussion about this post