আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় সীমান্তের নিকটবর্তী রাশিয়ার বেলগোরদ শহরের একটি জ্বালানী ডিপোতে আগুন লেগেছে। শুক্রবার সেখানকার আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ তার টেলিগ্রাম চ্যানেলে ইউক্রেনকে দায়ি করে ঘটনার ভিডিও পোস্ট করেন। গ্ল্যাডকভ বলেন, ‘রাশিয়ার ভূখন্ডের স্বল্প উচ্চতায় উড়ন্ত ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি হেলিকপ্টার থেকে করা হামলার কারণে তেল ডিপোতে আগুন লেগেছিল।’ জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, আগুন জ্বালানীর আধারগুলো গ্রাস করেছে। ভিডিও ফুটেজ থেকে নেওয়া একটি স্থির চিত্র দেখায় ১ এপ্রিল রাশিয়ার বেলগোরদ শহরে একটি জ্বালানী ডিপোতে আগুন লেগেছে। ঘটনায় হতাহতের ব্যাপারে গভর্নর বলেন, ‘ডিপোর দুই কর্মচারী আগুনে আহত হলেও তাদের জীবন ঝুঁকির মধ্যে নেই। ডিপোর আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জরুরী পরিষেবাগুলি আগুন নিভানোর জন্য ঘটনাস্থলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের বাসিন্দারা এখন পর্যন্ত নিরাপদে রয়েছে।’ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান বোহদান সেনিকের বরাতে সিএনএন জানিয়েছে ইউক্রেনের কাছে এই ঘটনার বিষয়ে কোন তথ্য নেই।
Discussion about this post