আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে একটি তেল সংরক্ষণাগারে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সময় ভোরের আগে সংরক্ষণাগারটিতে আগুন ধরার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত ৭ জনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল। এক বিবৃতিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তেল পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফেটের মালিকানাধীন একটি স্থাপনায় রাত ২টার দিকে আগুন লাগে। তবে এ অগ্নিকাণ্ডের কারণে শহরের কোনো অংশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। ব্রেয়ানস্ক শহরের বাসিন্দা ৪ লাখের মতো। এই প্রশাসনিক কেন্দ্রটির অবস্থান ইউক্রেইন সীমান্ত থেকে ১৫৪ কিলোমিটার দূরে।
Discussion about this post