আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দফা বৈঠক হলেও কোনো কার্যকর ফল মেলেনি। বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সমঝোতা ছাড়া শান্তি স্থাপনে আর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে তৃতীয় দফায় বৈঠকে বসতে রাজি দুদেশই। যুদ্ধে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসেন দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বেলারুশের গোমেল অঞ্চলের অজ্ঞাত এক স্থানে তিন ঘণ্টা ধরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি। তবে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যৌথভাবে মানবিক করিডোর খুলে দিতে সম্মত হয়েছে উভয় দেশ। সংঘাত থেকে উত্তরণে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আগামীতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই দেশ। সূত্র- সিএনএন, বিবিসি ও আল-জাজিরা। একজন ইউক্রেনীয় আলোচক বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। এটি ইউক্রেনের জন্য ভালো কিছু বয়ে আনেনি।’ রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি দেশটির গণমাধ্যমকে বলেন, বৈঠকে সামরিক, আন্তর্জাতিক ও মানবিক- এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’ এক টুইট বার্তায় ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইল পোদোলিয়াক বলেন, ‘দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের স্বার্থে প্রয়োজন এমন কোনো ফল এখনও অর্জিত হয়নি।’ সামনে আরও আলোচনা হবে বলেও জানান মিখাইল পোদোলিয়াক। বলেন, ‘কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য আমরা জোর দিয়েছি।’ বৃহস্পতিবারের বৈঠকে কিয়েভের প্রতিনিধিদলে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রেজনিকোভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক, ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির একাংশের প্রধান ডেভিড আরাখামিয়া, উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলে তোচিৎস্কিসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। এর আগে, গত সোমবার প্রথম দফার বৈঠক কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়।
Discussion about this post