আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত হয়েছে বলে খবর এসেছে। নিহত ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অষ্টম সেনা কমান্ডে ডেপুটি কমান্ডার হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রুশ জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ। রবিবার বার্তা সংস্থা তাসকে বেগলভ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের সঙ্গে লড়াইয়ে জেনারেল ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভের নায়কোচিত মৃত্যু হয়েছে। তিনি তার জীবন উৎসর্গ করেছেন। দনবাস অঞ্চলের শিশু, নারী এবং বয়স্করা আর খুব বেশি সময় বোমা বিস্ফোরণের শব্দ শুনবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা নিহত হয়েছেন। শনিবার যুদ্ধের ৫২তম দিনে জেনারেল প্রেট্রোভিচের মৃত্যুর খবর এল। এদিকে কৃষ্ণসাগরে হামলার পর যুদ্ধজাহাজ ‘মস্কভা’ হারিয়ে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে আক্রমণ জোরদার করেছে। যদিও মস্কোর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে।
Discussion about this post