আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলের প্রধান বন্দর নগরী মারিওপোলের একটি মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে। মসজিদটিতে তুর্কি নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু আশ্রয় নিয়েছিল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার পর ইউক্রেন জানিয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে রাশিয়া। রুশ সেনারা চারদিক দিয়ে শহর ঘিরে ফেলায় সেখানে হাজারো মানুষ আটকা পড়েছে। তবে বেসামরিকদের সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ইউক্রেনের ওপর দায় চাপাচ্ছে রাশিয়া। মারিওপোলে সুলতান সুলেমান এবং তার স্ত্রী হুররাম সুলতানের নামে নির্মিত মসজিদটি রাশিয়ান সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তুর্কি নাগরিক এবং শিশুসহ ৮০ জন আশ্রয় নিয়েছিল। তবে সেখানে আশ্রয় নেয়া বেসামরিকদের হতাহত হবার খবর পাওয়া যায়নি। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন দাবি করে আসছে রাশিয়া সেখানকার বেসামরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যদিও রাশিয়া এ ব্যাপারটি অস্বিকার করে এসেছে।
Discussion about this post