আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিওপোল শহরে ১২ ঘণ্টার নতুন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। গত শনিবারও বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই পুনরায় গোলাবর্ষণ করে রুশ বাহিনী। মারিওপোল শহরে প্রায় সাড়ে চার লাখ মানুষের বাস। এটি ইউক্রেনের প্রধান সমুদ্র বন্দর। এ ছাড়া এটি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সড়ক পথে প্রধান সংযোগস্থল। গত শনিবার মারিওপোল শহরে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার ৩০ মিনিট পরেই রুশ বাহিনী হামলা শুরু করে। তাদের হামলায় বহু বেসামরিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। বোমা হামলার কারণে বেসামরিক নাগরিকরা শহর ছেড়ে বের হয়ে যেতে পারেনি। ইউক্রেনে সামরিক অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি, রুশ হামলায় দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত ৪ মার্চ পর্যন্ত ৩৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করবে আইসিসি।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ করেছে। কারণ যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। যদিও রাশিয়া বেসামরিক নাগরিক হত্যার দাবি অস্বীকার করেছে। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিশ্বে তুমুল সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। এ কারণেই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটি।
Discussion about this post