ঢাকা: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ডেকেছে। হয়রানি ও বিভ্রান্তিমূলক পক্ষপাতদুষ্ট পদক্ষেপের প্রতিবাদে তারা এই সংবাদ সম্মেলন ডেকেছে বলে জানা গেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সালমান বারী রিজাল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষার্থীদের হয়রানি ও বিভ্রান্তিমূলক পক্ষপাতদুষ্ট পদক্ষেপের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল (২৯ এপ্রিল) সকাল ১০টায় ইউজিসিতে স্মারকলিপি প্রদান করবে এবং পরবর্তী সংবাদ সম্মেলন করবে।
Discussion about this post