আন্তর্জাতিক ডেস্ক:ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মধ্যকার সম্পর্ক এখন একটি পরিবর্তিত বা গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট উরজুলা ভন ডের লায়েন। বৃহস্পতিবার (২৩) বেইজিংয়ে একদিনের শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি এ কথা বলেন। ভন ডের লায়েন বলেন, ‘আমাদের সহযোগিতা যত গভীর হয়েছে, অসমতা তত বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতির রয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা এখন ইইউ-চীন সম্পর্কের জন্য নির্ধারক ফ্যাক্টর হয়ে উঠেছে।’শি জিনপিং ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা পারস্পরিক মতপার্থক্য ভুলে সঠিক পথে এগিয়ে যান। তিনি এও বর্তমানে ইউরোপ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, তা চীন থেকে আসেনি।বছরের শুরুতে ধারণা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রেসিডেন্সি ইইউ ও চীনের মধ্যে কিছু মিল খুঁজে আনতে পারে। কিন্তু বাস্তবে সম্পর্ক আরও খারাপ হয়েছে। ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রও একইভাবে যুক্তরাষ্ট্রের চাপ, বিশেষ করে শুল্ক আরোপ, মোকাবিলা করছে।বেইজিংয়ের অনুরোধে একদিনে সীমিত সম্মেলন থেকে বড় কিছু অর্জনের প্রত্যাশা ছিল না।বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ অনুষ্ঠিত বৈঠকে উরজুলা ভন ডের লায়েন ও ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা উভয় পক্ষকে ‘বাস্তবসম্মত সমাধান খোঁজার’ আহ্বান জানান।ভন ডের লায়েন বলেন, ‘চীন ও ইউরোপের উচিত একে অপরের উদ্বেগকে আমলে নেওয়া।’চীনের প্রেসিডেন্ট শি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ‘পারস্পরিক বিশ্বাস’ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রতিযোগিতা বাড়ানোর অর্থ দেয়াল বা প্রতিবন্ধকতা তৈরি নয়; বিচ্ছিন্নকরণ এবং সরবরাহ চেইন বিচ্ছিন্ন করা আত্মবিচ্ছিন্নতার পথ।’গত বছর ইউরোপীয় ইউনিয়নের চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৩০৫.৮ বিলিয়ন ইউরো, যা গত ৯ বছরে দ্বিগুণ হয়েছে।চীনের বিরুদ্ধে শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকার অভিযোগ এনে ইইউ চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করেছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় চীন ইউরোপীয় পানীয়র ওপর শুল্ক আরোপ করে।এছাড়া, ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে চীন ইইউ চিকিৎসা সামগ্রীর সরকারি ক্রয় সীমিত করেছে। চীন দুর্লভ খনিজ এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের রপ্তানি নিয়ন্ত্রণও কঠোর করেছে, যা ইইউ গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।
Discussion about this post