স্পোর্টস রিপোর্ট: প্রধান কোচের পদে এখনও কাউকে চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)। তবে সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেই যে দায়িত্ব নিচ্ছেন, সেটা এক প্রকার নিশ্চিত। যদিও বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান কোচ নিয়োগ সম্পন্ন করে ফেলবেন তারা। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা তিনি। কোচ নিয়োগের সময় সীমা সম্পর্কে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, চলে আসবে (প্রধান কোচ)। আমি তো জানি না (হাথুরুসিংহের ব্যাপারে)। হাথুরুসিংহে বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি। খবর তো আমি দেইনি।’ (প্রধান কোচ) দেখতে পাবেন… ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন। কোচ আসবে। কে আসবে সেটা, এখনই বলব না। আগামী ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এসে পড়বে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ নিশ্চিত হয়ে যাবে বলে জানান বিসিবি সভাপতি। সংক্ষিপ্ত তালিকায় কয়েকজনের নাম আছে, এর মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে। নাজমুল হাসান বলেন, ১৮ থেকে ২০ তারিখের মধ্যে কোচ চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্ষিপ্ত তালিকা আছে, বিকল্প আছে। আমরা এর মধ্যেই থেকে পেয়ে যাব।
Discussion about this post