স্পোর্টস রিপোর্ট: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠেছেন মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফেসবুকে মোস্তাফিজ লিখেছেন, ‘এবার সময় হলো জাতীয় দায়িত্ব পালনের। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে খেলার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হলাম। আপনার প্রার্থনায় বাংলাদেশ দলকে রাখুন।’ দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজ গতকাল বুধবার ঢাকায় ফিরেন। দিল্লির জার্সিতে মাত্র দুই ম্যাচ মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। মোস্তাফিজের সঙ্গে একই ফ্লাইটে যাওয়ার কথা বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরও।
Discussion about this post