শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মুর্তজা কাওসার অভি (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুর্তজা কাওসার অভি পৌর এলাকার খন্দকার পাড়ার প্রয়াত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অভি মোটরসাইকেল মেরামত করতে উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Discussion about this post