বিনোদন ডেস্ক: সন্তানকে মেনে নিলেও স্ত্রী হিসেবে চিত্রনায়িকা বুবলীকে স্বীকৃতি দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তাতে হয়তো ‘স্বামী’র প্রতি ভালোবাসা মরেনি বুবলীর। তাইতো সম্প্রতি শাকিব খানের দুর্ঘটনার খবর পেয়েই কিং খানের পূবাইলের শুটিং বাড়ি ‘জান্নাত’-এ ছুটে যান নায়িকা। সঙ্গে নিয়ে যান আড়াই বছর বয়সী ছেলে শেহজাদ খান বীরকে। শুধু শাকিবের সঙ্গে দেখা করাই নয়, তার সঙ্গে ছেলেকে নিয়ে ভ্যালেন্টাইনস ডেও সেলিব্রেট করেন বুবলী। তারই চারটি ছবি বুবলী তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়..তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কী!!! Happy Valentine’s Day to all of you’। শুধু তাই নয়, শাকিব খানের পূর্বাইলের প্রাসাদোপম বাংলোতে ছেলে শেহজাদ খান বীরের সাইকেল নিয়ে খেলে বেড়ানোর একটি ভিডিও-ও পোস্ট করেছেন বুবলী। যদিও ভিডিওর কোথাও শাকিব খানকে দেখা যায়নি। গত ১৩ ফেব্রুয়ারি ‘আগুন’ সিনেমার শুটিং সেটে মারপটের দৃশ্যধারণের সময় দুর্ঘটনার শিকার হন শাকিব খান। শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে দ্রুত অভিনেতার ডান পায়ের এক্স-রে করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, অভিনেতার ডান পা মচকে গেছে, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। চিকিৎসকের পরামর্শে আপাতত কয়েক দিনের বিশ্রামে রয়েছেন শাকিব খান। বন্ধ রয়েছে ‘আগুন’ সিনেমার শুটিং। জানা গেছে, হাসপাতাল থেকে ফেরার পর পূবাইলের শুটিং বাড়িতে রয়েছেন শাকিব খান। সেখানেই বিশ্রাম পর্ব কাটাচ্ছেন কিং খান। সেই বাড়িতেই সন্তান নিয়ে হাজির হয়েছিলেন নায়কের দ্বিতীয় স্ত্রী বুবলী। গত নভম্বরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছিলেন, প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী বুবলী- দুজনেই তার জীবনে অতীত। অল্প বিস্তর যা কথা হয় তা দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সূত্র ধরেই। নিজের সম্পর্ক নিয়ে শাকিব খানের বক্তব্য, ‘মানুষ সম্পর্ক করে সম্পর্কটা টিকিয়ে রাখতে। সংসার ভাঙার জন্য কেউই সম্পর্ক করে না। আমিও তেমনটাই ভেবে করেছি। কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারি সম্পর্কটা আর সুস্থ নেই। মা-বাবার আনহেলদি সম্পর্ক আরও বেশি খারাপ। তার থেকে আলাদা করে বেড়ে ওঠা তুলনামূলকভাবে অনেক ভালো।’ ২০১৮ সালে বুবলীকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০২০ সালের মার্চে ছেলের বীরের জন্মও হয় গোপনে। এরপর গত বছরের সেপ্টেম্বরে বুবলী ফেসবুকে ফাঁস করেন সবকিছু। একই ঘটনা ঘটেছিল প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গেও। বিয়ে এবং ছেলে জয়ের জন্ম- সবই হয়েছিল গোপনে। এরপর ২০১৭ সালের এপ্রিলে সবকিছু ফাঁস করেন অপু।
Discussion about this post