ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় মরদেহ পোড়ানো ঘটনায় সাবেক এক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলি করে ৬ জনকে হত্যার পর প্রিজন ভ্যানে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, ঢালাও গ্রেপ্তার না করে প্রাথমিকভাবে শুধু মূলহোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।
Discussion about this post