ফরিদপুর প্রতিনিধি: ইফতার মাহফিলের বাজার শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫২)। এ ঘটনায় আহত হয়েছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান। বৃহস্পতিবার সকাল ৮টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের শুকুরহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উপজেলার গোপালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য গণি খানের বড় ছেলে। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ আব্দুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। এ অনুষ্ঠানের বাজার করতে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে সভাপতি মোনায়েম খান ও শফি পাশের কাশিয়ানী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সার্টারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শফিকে মৃত ঘোষণা করেন এবং আহত মোনায়েম খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক শফি খান স্ট্রোক করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের সার্টারের সঙ্গে আঘাত পেয়ে মারা যান। সঙ্গে থাকা অপর আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আওয়ামী লীগ নেতা শফির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক ঢাকাটাইমস সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। সেইসঙ্গে আহত মোনায়েম খানের আশু সুস্থতা কামনা করেন তিনি। এছাড়াও শফির মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর মেয়র সাইফুর রহমান সাইফারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন।
Discussion about this post