সাতক্ষীরা প্রতিনিধি: বাড়ি ফেরা হলো না পাসপোর্টে ভারতে যাওয়া সাতক্ষীরার আশুতোষ গাইনের। ট্রাকের চাপায় প্রাণ গেল আশুতোষ গাইনসহ এক ভারতীয় নাগরিকের। রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের ওপারে ঘোজাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুতোষ গাইন আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের আনন্দ গাইনের পুত্র। ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ মাজরিহা হোসাইন জানান, নিহত আশুতোষ গাইন গত ৭ সেপ্টেম্বর পাসপোর্টে ভারতে গিয়েছিল। বিকালে তিনি দেশে ফেরার জন্য তার আত্মীয়ের মোটরসাইকেলযোগে বন্দরে আসছিলেন। কিন্তু ঘোজাডাঙ্গা ইছামতি পার্কিং এর সামনে পৌঁছালে বাংলাদেশের প্রাণ কোম্পানির (ট্রান্সপোর্টের) একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আশুতোষ গাইনসহ তার আত্নীয়ের মৃত্যু হয়। ভারতীয় নাগরিক হওয়ায় আশুতোষের আত্নীয়ের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ মাজরিহা হোসাইন।
Discussion about this post