ঢাকা: আর্থিক সংকটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প আপাতত হচ্ছে না। পরিকল্পনা কমিশন এ প্রকল্প ফেরত পাঠিয়েছে। সোমবার (২৩ জুনয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প স্থগিত করেছে সরকার। ইসি সচিব জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post