আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে ভয়াবহ বজ্রপাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী বুয়েনোস আইরেসের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাহিয়া ব্লাঙ্কা শহরে এ দূর্ঘটনা ঘটে। শহরটির মেয়র ফেদেরিকো সুসবিয়েলিস নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই নিহতদের পরিবারকে শান্তনা জানিয়েছেন এবং রোববার পর্যন্ত এলাকাটি দিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে বিধায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
Discussion about this post