স্পোর্টস রিপোর্ট: এশিয়া কাপে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। রবিবার (০৮ই মে) ইরাকের সোলেমানিয়ায় রিকার্ভ পুরুষ ইভেন্টের সেমিফাইনালে ইরানের বিপক্ষে ৫-৪ সেটে জেতেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আলিফ আব্দুর রহমান। একই দিনে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারায়। নারী দলগত ইভেন্টে উজবেকিস্তানের বিপক্ষে ৫-১ সেটে জিতে বাংলাদেশ ফাইনালে উঠেছে। নাসরিন আকতার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় প্রথম পর্বে স্বাগতিকদের ৬-০ সেটে পরাজিত করেন। এই ইভেন্টের ফাইনাল মঙ্গলবার (১০ই মে) অনুষ্ঠিত হবে। এদিকে, কম্পাউন্ড পুরুষ ও নারী দুই ইভেন্টে বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে খেলবে।
Discussion about this post