বিনোদন ডেস্ক: মুম্বাইয়ে আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় গ্রেপ্তারের ২৭ দিন পর কারামুক্ত হয়েছেন তিনি।জেল থেকে বের হয়ে সোজা ‘মান্নাত’ এর উদ্দেশে রওনা হয় তাকে বহন করা গাড়িটি। মান্নাতের সামনে আরিয়ানকে স্বাগত জানাতে ব্যানার-প্লেকার্ড নিয়ে ভিড় জমান শাহরুখ ভক্তরা।
আরিয়ানের জামিনের পর শাহরুখ পরিবারের সঙ্গে শাহরুখ ভক্তদের মনেও খুশির জোয়ার বইছে। শাহরুখ ও আরিয়ানকে দেখার জন্য মান্নাতের সামনে ভিড় জমান অসংখ্য ভক্ত। আর সেই ভিড়েই ঘটলো বিপত্তি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভিড়ের মধ্যে অন্তত ১০ জনের মোবাইল ফোন চুরি হয়েছে। ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেপ্তার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ( এনসিবি) কর্মকর্তারা। ৮ অক্টোবর থেকে আরিয়ান ছিলেন আর্থার রোড় জেলে। দুই দফায় জামিনের আবেদন করলেও জামিন মেলেনি। অতঃপর ২৮ অক্টোবর মুম্বাইয়ের বিশেষ আদালত জামিন মঞ্জুর করেন। ভারতীয় সংবাদমাধ্যমে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি জানান, জেলের বন্দিদশা কাটলেও আপাতত মান্নাতেই দিন কাটাতে হবে শাহরুখপুত্র আরিয়ান খানকে। সেখানে এক প্রকার বন্দি অবস্থায় থাকবেন তিনি।
আরিয়ানকে জামিন পাইয়ে দিতে মুম্বাই হাইকোর্টে লড়েছিলেন আইনজীবী মুকুল রোহতগি। শাহরুখের দীর্ঘদিনের বান্ধবী ও সহকর্মী জুহি চাওলা এক লাখ টাকার জামিনপত্রে সই করেছেন। তবে জামিনের সঙ্গে মুম্বাই হাইকোর্ট জুড়ে দিয়েছে বেশ কিছু শর্ত। সেগুলো হলো দেশের বাইরে যেতে পারবে না। দেশের কোথাও ঘুরতে যেতে চাইলে প্রথমে অনুমতি নিতে হবে তদন্তকারী অফিসারের কাছ থেকে। অভিযুক্তদের সঙ্গে ফোনে বা সশরীরে যোগাযোগ করতে পারবেন না। এছাড়াও প্রয়োজনে প্রতি শুক্রবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে।
Discussion about this post