বিনোদন ডেস্ক: শাকিব খান কয়েক মাস ধরেই আমেরিকা প্রবাসী। খুব শিগগিরই তিনি দেশটির নাগরিক হবেন। তারই দাফতরিক প্রয়োজনে তাকে একটানা থাকতে হচ্ছে মার্কিন মুলুকে। বলাই বাহুল্য, তিনি দেশকে মিস করছেন। মিস করছেন তার বন্ধু-পরিবার ও ভক্তদের। বিশেষ করে এবার ঈদে যখন তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে তখন তিনি দেশে নেই। এই বিষয়টি নায়ক ও তার ভক্তদের জন্য মন খারাপের বটে। তবে সেই মন খারাপি দূর করার চেষ্টা করেছেন শাকিব। দূর পরবাস থেকেই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। শাকিবের ফেসবুক পেজ থেকে তিনি তিনটি ছবি পোস্ট করে আজ ঈদের দিনে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ আজ এবং প্রতিদিন আপনার ও আপনার পরিবারের প্রতি সদয় হোন। আপনাদের সবাইকে ভালোবাসি।’ গেল ২৫ এপ্রিল ঢাকায় ফেরার কথা ছিল শাকিবের। কিন্তু আমেরিকার গ্রিন কার্ডের জন্য তাকে আরও কয়েকমাস সেখানে থাকতে হচ্ছে। এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ শিরোনামের দুটি সিনেমা। প্রথমটিতে তার নায়িকা পূজা চেরি। অন্যটিতে আছেন শবনম বুবলী।
Discussion about this post