ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি জাতীয় পার্টি নির্বাচনে আসবে, তারা ভালো দল হয়ে উঠবে। জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের বন্ধু। গণতান্ত্রিক ধারা বজায়ে তারা অতীতেও সহায়তা করেছে এবারও করবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ করে ইসির চিঠির এখতিয়ার আছে। সেটার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে ওই চিঠির ফলে সাংবিধানিক কোনো অধিকার ক্ষুন্ন হয় কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, দেশ এখন নির্বাচনমুখী, উৎসবের অপেক্ষা। স্ব স্ব দলীয় প্রার্থীরা এলাকায় গিয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছে। নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল ভোটে অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন বানচালের ডাক দেয়া হচ্ছে গুপ্তস্থান থেকে। সেই ডাকে সাড়া না দিয়ে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর থেকে দেশে সন্ত্রাস করছে। গাজীপুরে রেল লাইন কেটে নেয়ার ফলে সেখানে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। গাজীপুরে রেল লাইন কাটার সাথে জড়িতদের খুঁজে বের করবে প্রশাসন। তথ্যমন্ত্রী আরও বলেন, ৩৫০টি গাড়িতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এটা কেমন রাজনীতি। এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ করা উচিত। মানুষ আওয়াজ তুললে এটা বন্ধ হবে চিরতরে। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা গুপ্ত দলের মতো কথা বলছে ও কার্যক্রম পরিচালনা করছে। বিএনপির রিজভী আহমেদের ওয়ারেন্ট থাকার পরও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যক্রম কখনো রাজনীতি নয়, বরং দেশ বিরোধী কাজ।
Discussion about this post