বিনোদন ডেস্ক: বগুড়ার ছেলে আশরাফুল আলম যাকে সবাই হিরো আলম নামেই চিনেন বেশি। তিনি নিজের মতো করে অভিনয়, প্রযোজনা, গান নিয়ে হাজির হন দর্শকদের সামনে। তিনি দর্শকদের চমক দিয়ে নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সময়টা এখন অনলাইনে ভাইরাল হওয়ার। আর তাই তো দেশ কিংবা বিদেশ যেখানেই হোক না কেন নেটদুনিয়ায় তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। এই সময়টাতে এসে জনপ্রিয়তার তুঙ্গে আছেন হিরো আলম। এবার তিনি হাজির হয়েছেন ঈদুল আজহায় বর্তমান সময়ের মডেল রিয়া মনিকে নিয়ে। ‘জানি তুই শুধু আমার’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। প্রকাশিত এই গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। তাই ঈদুল আজহাকে কেন্দ্র করে ভক্তদের নতুন গান উপহার দিলাম। এই গানের মাধ্যমে এখন নতুন লুকে আমাকে দেখা যাবে। তবে অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে।’ তিনি আরও বলেন, ‘তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গেয়েছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’ শনিবার (৯ জুলাই) হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন না পার হতেই গানটির হাজার হাজার ভিউ হয়েছে।
Discussion about this post