বিনোদন ডেস্ক: দুই ছেলের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ছোট ছেলের বয়স দেড় বছর। সম্প্রতি গুঞ্জন ওঠে, নায়িকা আবার মা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে স্বামী সাইফ আলী খান এবং দুই ছেলেকে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে যান কারিনা। সেখানকার একটি ছবি ভাইরাল হওয়ার পরই ওঠে তার মা হতে চলার গুঞ্জন। এ খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। অবশেষে লন্ডন থেকে ফিরে সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন কারিনা। গুঞ্জনকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন।’ প্রশ্নের সুরে কারিনা বলেন, ‘আপনারা কী বলতে চান, আমি প্রেগন্যান্ট? আমার আবারও বাচ্চা হবে? আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না। আমি তো কোনো কিছুই লুকিয়ে রাখি না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দেওয়া।’ ২০১২ সালের ১৬ অক্টোবর সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান তৈমুর আলি খান। গত বছরের ফেব্রুয়ারিতে আসে দ্বিতীয় সন্তান জেহ। কাজের ক্ষেত্রে কারিনাকে খুব শিগগির দেখা যাবে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। সেখানে তার নায়ক আমির খান।
Discussion about this post