ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) দূতাবাসের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনান পাসপোর্ট কাউন্সেলর সাইফুল ইসলাম, রাষ্ট্রপতির বাণী পড়েন মিশন উপপ্রধান শাহানাজ আক্তার রানু।আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক রহমান বলেন, মানুষ আজ মুক্তির আনন্দ উপভোগ করছে। দেশের রিজার্ভ বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জানিয়ে তিনি বলেন, প্রবাসে দেশের সুনাম বৃদ্ধি করতে আমাদের সুস্থ সংস্কৃতিকে ভালোভাবে উপস্থাপন করতে হবে।সভায় আরও বক্তব্য রাখেন, বিমান বাংলাদেশের আবুধাবি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসাইন, জনতা ব্যাংকের সিও কামরুজ্জামান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মুয়াজ্জেম হোসাইন, এন আর বি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী এ কে এম মিজান।
Discussion about this post