ঢাকা: বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন, তিনি বলেন, দুবাইয়ে দুইদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ভিসা ইস্যুতে কথা বলেন ড. ইউনূস। এছাড়াও বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশিত হবার পর শেখ হাসিনার বিচার নিয়ে এখন চাপ সৃষ্টি হচ্ছে। এই বিচার সরকারের মূল লক্ষ্য। এ ছাড়াও আওয়ামী লীগের যে সমস্ত নেতা, কর্মী, সমর্থক জুলাই অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত, তাদের সবার বিচার হবে বলেও জানান প্রেস সচিব।
Discussion about this post