স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, “আমাদের ব্যর্থ হতে দিবেন না, এবং যদি আমরা ব্যর্থ হই, তাহলে হত্যাকারী হাসিনা আমাদের বাঁচতে দিবে না।” শনিবার সকালে ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি ৫৫ জন শহীদের পরিবারের সদস্যদের প্রতি পাঁচ লাখ টাকার সহায়তা বিতরণ করেন। এছাড়াও, তিনি বলেন, “যতদিন বেঁচে আছি, শহীদের পরিবারের পাশে দাঁড়াবো, নিজেদের জীবন বিপন্ন হলেও তাদেরকে কোনো ক্ষতি হতে দেবো না।” জুলাই মাসের আন্দোলনকালে ময়মনসিংহে ৯৩ জন নিহত হন। আন্দোলনের সময় আহত অনেক মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে, ৫৫টি শহীদ পরিবারের সদস্যদের সহায়তার চেক প্রদান করা হয়েছে এবং তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে সাহায্য গ্রহণ করেন। সার্জিস আরও বলেন, “আমরা বেঁচে থাকলে শহীদের পরিবারের পাশে দাঁড়াবো, তাদের কোনো ক্ষতি হতে দেবো না।”
Discussion about this post