ঢাকা: ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (১৫ জুন) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এবার ঈদের আগে মাত্র দুই দিন ছুটি ছিল, এ কারণে যানজট হয়েছে। মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা বিআরটিসির মাধ্যমে চেষ্টা করছি গাড়ি বাড়াবো। আমরা পর্যায়ক্রমে গাড়ি বাড়াবো। আমরা ফিটনেসবিহীন গাড়ি রাখতে চাচ্ছি না।’ তিনি বলেন, ‘এবার যারা বেশি ভাড়া নিয়েছে তাদের আমরা ফাইন করেছি। যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। কমলাপুরেও সবাই খুব খুশি ছিল বলে জানান তিনি।
Discussion about this post