ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা জানি রিজার্ভ ১৯-২০ বিলিয়ন ডলার, ১৩ বিলিয়ন ডলার নয়। গভর্নরকে জিজ্ঞেস করুন কেন ১৩ বিলিয়ন ডলার বলেছে। ’ শনিবার (১৮ মে) রাধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, লিডারশিপের ধারাবাহিকতা ও স্থায়িত্বের কারণেই বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। বিএনপির রাজনৈতিক শত্রু আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা না করে মধ্যমপন্থা অবলম্বন করছে বিএনপি। গণতন্ত্রের ক্ষেত্রে অনেক দেশের তুলনায় বাংলাদেশ সারপ্লাসে আছে বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন যারা দুর্নীতি করছে, তাদের কেউই রেহায় পাবে না।
Discussion about this post