ঢাকা: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন ও অন্যান্য ডকুমেন্ট পর্যালোচনা করে আগামী রোববার ফর্মাল চার্জ গঠন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশন জানিয়েছে, হত্যার ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। পরে ১৮ আগস্ট তার ভাই ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০–৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। চলতি বছরের ১৩ জানুয়ারি পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে। মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, দুই পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতা কারাগারে রয়েছেন।
Discussion about this post