ঢাকা: বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য সাময়িক সময়ের জন্যে মেট্রোরেল বন্ধ থাকবে। আজ রবিবার (২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য আজ দুপুর ১২:৪০ থেকে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে।সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।এর আগে ফার্মগেট মেট্রোস্টেশনের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহতের ঘটনার পর থেকে যান্ত্রিক ত্রুটি এবং মেইনটেন্যান্সের জন্য সময় নেয় ডিএমটিসিএল। এরপর থেকে কিছু কিছু স্টেশনের কাছাকাছি এলে মেট্রোর গতি কমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো সমস্যায় ধুঁকছে মেট্রোযাত্রীরা।
























































Discussion about this post