স্পোর্টস রিপোর্ট: আবারও বল পায়ে ম্যাচজুড়ে আলো ছড়ালেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি। তাদের ম্যাজিক্যাল পারফর্ম্যান্সে উড়ে গেলো ওরল্যান্ডো সিটি। মেজর লিগ সকারে ওরল্যান্ডোকে ৫-০ গোলে হারালো ইন্টার মায়ামি। শনিবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে একেবারে শুরু থেকেই দাপুটে ছিলো মায়ামি। ম্যাচের ৪ মিনিটের মধ্যেই লিড নেয় মেসি বাহিনী। কিক অফের মাত্র মাত্র ৪ মিনিটের মধ্যেই স্কোর শিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। নতুন ক্লাবের হয়ে এটিই ছিলো তার প্রথম গোল। খেলার ৭ মিনিটের মাথায় আবার জ্বলে ওঠেন এই উরুগুয়ে তারকা, করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধেই রবার্ট টেইলরের আরও এক গোলে তিন গোলের লিড নেয় স্বাগতিকরা। এরপর শুরু হয় মেসি ম্যাজিক। বিরতির পর ৫৭ ও ৬২ মিনিটে দুইটি গোল করেন মেসি। এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৭। আর ২ ম্যাচে ১ জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বাস। সমান ম্যাচে ১ হার ও ১ ড্র নিয়ে ১২তম স্থানে আছে অরল্যান্ড সিটি।
Discussion about this post