ঢাকা: দুপুরের মধ্যে আঁধারে ডুবতে পারে রাজধানীসহ আশপাশের আকাশ। এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টিও ঝরতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।এ দিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।উল্লেখ্য, নির্ধারিত এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
























































Discussion about this post