ঢাকা: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা আরো বাড়তে পারে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৯০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ।
Discussion about this post