আন্তর্জাতিক ডেস্ক: আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ৬ সেনাকে গুলি করে হত্যা করেছে ভারী অস্ত্রে সজ্জিত গেরিলারা। পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর-ওয়াজিরিস্তান জেলায় গেরিলারা সেনা সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ছয় সেনার মৃত্যু হয়। এক সময় ওই এলাকা পাকিস্তানি তালেবান এবং অন্য কয়েকটি গেরিলা গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সেনা এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়; এতে ছয় জন সেনা শহীদ এবং তিন গেরিলা নিহত হয়েছে।” এক সপ্তাহ আগে ওই এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্পে এক আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত হয়েছিল। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি মাঝেমধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। গত বছর তারা একটি যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ইসলামাবাদ সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা ভেঙে যায়। পাকিস্তান সরকার বলছে, শান্তি আলোচনার অংশ হিসেবে শত শত তালেবান গেরিলা ও তাদের বহু কমান্ডারকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া এসব গেরিলা পুনর্গঠিত হয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। পাকিস্তান দাবি করে আসছে, গেরিলারা হামলা চালিয়ে আফগানিস্তানের ভেতর নিরাপদ আশ্রয়ে থাকে। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করেছে।
Discussion about this post