ডেস্ক রিপোর্ট : দ্রুত সময়ের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের জন্য তালেবানদের সবাই ভুল বুঝেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সামরিক বাহিনীর প্রধান। খবর বিবিসি’র।জেনারেল স্যার নিক কারর্টার বিবিসিকে বলেন, তালেবান যে গতিতে এগিয়ে যাচ্ছিল সেটি ছিল আমাদের কাছে বিস্ময় এবং আমরা বুঝে উঠতে পারছিলাম না, আসলে তারা কী করতে যাচ্ছে।তালেবান সম্পর্কে গোয়েন্দা তথ্য ভুল ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সরকার শুধু গোয়েন্দা তথ্যের উপর নির্ভরশীল ছিল না। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন।
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে দিয়ে আফগানিস্তানে টানা ২০ বছরের যুদ্ধের অবসান হলো।দ্রুত সময়ের মধ্যে তালেবান আফগানিস্তান দখল করে নেওয়ার পর পশ্চিমা শক্তি নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।এ বিষয়ে পররাষ্ট্র সচিব ডমিনিক র্যাব বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য অনুযায়ী চলতি বছরের শেষের দিকে তালেবান আফগানিস্তান দখল করে নিতে পারে। কিন্তু আগস্টেই সেটি ঘটবে, তা কেউ বুঝতে পারেনি।এ বিষয়ে বিবিসির এক সংবাদদাতা জেনারেল স্যার নিককে প্রশ্ন করেন, ভবিষ্যতবাণীগুলো কীভাবে ভুল হয়েছিল।এতে তিনি বলেন, সরাসরি বলতে হচ্ছে সবাই ভুল ছিল, এমনকি তালেবানও বুঝতে পারেনি তারা এত অল্প সময়ের মধ্যে আফগানিস্তান দখল করতে পারবে।এ বিষয়ে দ্বিমত পোষণ করে ডিফেন্স স্টাফের প্রধান বলেন, কেউ আফগান সরকারের নাজুক অবস্থার কথা বিবেচনা করেনি। এমনকি তার সামরিক বাহিনী নিয়েও নয়।এদিকে আগামী কিছু দিনের মধ্যেই আফগানিস্তানে তালেবান সরকার গঠন করতে যাচ্ছে।
Discussion about this post