আন্তর্জাতিক ডেস্ক: পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আফগানিস্তান যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। দেশটির তথ্য মন্ত্রণালয় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে এই তথ্য নিশ্চিত করেছে।রোববার (৩১ আগস্ট) রাত স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে ৬ দশমিক ০ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নানগারহারের জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে।তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আনাদোলুকে জানান, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতদের খবর পাওয়া গেছে। তিনি বলেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ দুর্গম এলাকায় স্থানীয়দের সঙ্গে এখনো যোগাযোগ চলছে এবং উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাচ্ছে।ভূমিকম্পের কারণে কুনারের সাওকি জেলার দেওয়া গুল এলাকায় এবং নুর গাল জেলার মাজার দারা এলাকায় ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধারকর্মীদের কাজে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্থানীয়রা একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন।আফগান অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজ রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।’তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত আছেন। কেন্দ্রীয় ও আশপাশের প্রদেশ থেকেও সহায়তা দল ঘটনাস্থলের দিকে যাচ্ছে।‘জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হবে,’ বলেও যোগ করেন তিনি।ইউএসজিএস জানিয়েছে, প্রধান ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
Discussion about this post