স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। গতকাল বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে টাইগারদের ৫ উইকেটে হারিয়েছে আফগানরা।ম্যাচের পর আর কিছু রানের জন্য আক্ষেপ ঝরেছে তাওহীদ হৃদয়ের কণ্ঠে। এদিন ৫৬ রান করা এই ব্যাটার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের ৪০–৫০ রান কম হয়েছিল। যদি এই রানটা তুলতে পারতাম, তাহলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতো। উইকেটটা খুব সহজ ছিল না, বোলারদের জন্য সহায়ক ছিল। বোলাররা যথেষ্ট ভালো করেছে। আমার মনে হয়, ব্যাটিংয়েই আমরা পিছিয়ে গেছি।’ওয়ানডেতে লম্বা বিরতির কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কি না—এমন প্রশ্নে হৃদয়ের উত্তর, ‘না, এটা কোনো অজুহাত নয়। পেশাদার ক্রিকেটার হিসেবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হয়। আমরা ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছি, কারণ ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি।’তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা রাখছেন তরুণ ব্যাটার। তার ভাষায়, ‘এটা কোনো দলের জন্যই ভালো লক্ষণ না। আমরা ব্যাটসম্যানরা যদি একজন-দুজন ইনিংসটা শেষ করতে পারতাম, তাহলে ফল অন্যরকম হতে পারত। আশা করছি, পরের ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়াব।’সিরিজ জিততে এখন বাকি দুই ম্যাচই জিততে হবে। এ বিষয়ে হৃদয় বলেন, ‘ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমরা পরের ম্যাচেই মনোযোগ দিচ্ছি। যদি সেটা জিততে পারি, তাহলে বাকি দুই ম্যাচ জেতার সুযোগ আমাদের থাকবে।’
Discussion about this post