বিনোদন ডেস্ক: চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আপিল করে নিজের ভোটাধিকার ফেরত পেলেন ঢালিউডের শীর্ষ নায়ক ও প্রযোজক শাকিব খান। বুধবার প্রকাশ হয়েছে সমিতির আাগামী নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে নাম রয়েছে শাকিব খানের। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু। তিনি জানিয়েছেন, প্রযোজক ও পরিবেশক সমিতির আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে শাকিব খানের আর কোনো বাধা নেই। চাইলে তিনি প্রার্থীও হতে পারবেন। এর আগে গত ২৪ মার্চ প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়ে শাকিব খানের নাম। আয়করের কাগজ জমা না দেওয়ায় প্রাথমিকভাবে প্রকাশিত ভোটার তালিকা থেকে কিং খানের নাম বাদ পড়ে বলে সে সময় জানানো হয়। গত পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। প্রাথমিকভাবে প্রকাশিত ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় গুজব ছড়িয়েছিল, নিয়ম না মানায় নায়কের সদস্যপদ বাতিল করা হয়েছে। এই গুজবের বিপরীতে সে সময় প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। শাকিবের ইমেজ ও সুনাম নষ্ট করতে এসব তথ্য ছড়াচ্ছে একটি শ্রেণি। আমাকে অনেকেই কল দিয়ে জানতে চেয়েছেন, শাকিব নাকি নিয়মিত চাঁদা না দেওয়ায় সদস্যপদ হারিয়েছেন। এটা ভুল।’ খসরু জানান, ‘প্রযোজক ও পরিবেশক সমিতিতে শাকিব খানের চাঁদা বকেয়া নেই। ঘটনা হলো, আয়কর রিটার্নের কাগজপত্র সঠিক সময়ে জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকায় তার নাম আসেনি। এটা তো খুবই সহজ একটা বিষয়। ওই কাগজটা হালনাগাদ করে নিলেই চূড়ান্ত ভোটার তালিকায় শাকিবের নাম চলে আসবে।’ প্রসঙ্গত, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন। অবশেষে আগামী ২১ মে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রার্থীরা। কাজেই, ফের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এফডিসিপাড়ায়।
Discussion about this post