ঢাকা: সারা দেশে সহিংসতা ও নাশকতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার (১২ আগস্ট) থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু বাংলাদেশ রেলওয়ে। তবে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) থেকে পণ্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। আর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৫ আগস্টা) থেকে। রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে এসব তথ্য জানান। রেলওয়ের মহাপরিচালক বলেন, ‘আজ থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তঃনগরসহ পুরো দমে ট্রেন চলবে। ’ জানা যায়, গত ১৯ জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। মাঝে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে। কিন্তু গত ৩ আগস্ট থেকে সারা দেশে আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তখন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
Discussion about this post