স্টাফ রিপোর্টার: টঙ্গী গাজীপুর তিস্তার থেকেগেট আনোয়ার সিল্ক টেক্সটাই মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আব্দুস সাত্তার(৬০) নামের এক মৃত্যু হয়েছে।এই ঘটনায় তৌহিদুল(১৮) নামে আরো একজন আহত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতকে নিয়ে আসা মোঃ সিকান্দার আলী জানান, নিয়ত আব্দুস সাত্তার ওই মিলের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিল। আজ ওই মিলে গ্যাস সিলিন্ডার চেককরার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আহত হয় তৌহিদুল নামে আরো একজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আত্মার ঘোষণা করে ও তৌহিদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়,বর্তমানে টঙ্গি গাজীপুরে আনোয়ার সেলফ তেস্টাইল মিলে স্টাফ কোয়ার্টারে থাকেন। তিনি আনোয়ার সিল টেক্সটাইল মিলের ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post