বিনোদন ডেস্ক: আনুশকার একটি ছবি পোস্ট করেছেন কোহলি। যেখানে আনুশকাকে দেখা যাচ্ছে, মাথার পিছনে দুই হাত রেখে ক্যামেরাতে পোজ দিচ্ছেন। তার ঘন কালো চুলের রাশিতে ঢেকেছে তার বাঁ দিকের চোখ। আনুশকার এই ছবি পোস্ট করে বিরাট দুটি ইমোজি ব্যবহার করেন। বুঝিয়ে দেন আনুশকাই তার দুনিয়া। তার জীবনের ভালোবাসা। বিরাট কোহলি এবং আনুশকা শর্মা ভারতের অন্যতম জনপ্রিয় সেলেব্রিটি জুটি। ভক্তরা তাদের ‘বিরুষ্কা’ বলেও ডাকেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দুই জনেই। নিজেদের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত জীবনের নানা কিছু পোস্ট করেন তারা। যা ভাইরাল হয়ে যায় চোখের পলকে। আনুশকাকে নিয়ে বিরাট কোহলি সম্প্রতি এক আদুরে পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল। কোহলির পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন একাধিক খ্যাতনামা ও প্রথিতযশা ব্যক্তিরা। কমেন্ট করেছেন ডেভিড ওয়ার্নারের মতো বিদেশি তারকা ও। তিনি লিখেছেন ‘ লাকি ম্যান মেট’ (সতীর্থ তুমি খুব সৌভাগ্যবান)। অন্যান্যরাও ভূয়সী প্রশংসা করেছেন।
Discussion about this post