মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিনুর রহমান নামে আরেক আনসার সদস্যের বিরুদ্ধে। শনিবার সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আব্দুল কুদ্দুস জেলার দৌলতপুর উপজেলার বড় হাতকোড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি ঘিওর পরিবার পরিকল্পনা অফিসের নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত শাহিনুর রহমান (২৮) ঘিওরের পয়লা ইউনিয়নের বাইলজুড়ি গ্রামের পান্নু মিয়ার ছেলে। তিনি আনসার ভিডিপি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী জানান, ভোরে আনসার ভিডিপি অফিসের সামনে দেয়াল ঘেষা বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অপর আনসার সদস্য শাহিনুরকে আটক করা হয়। আটক শাহিনুর আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ওই দুই আনসার সদস্য একই সঙ্গে থাকতো এবং তাদের সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্ততি চলছে।
Discussion about this post