রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভের পর মো. এহসানুল হাকিমকে দুধ দিয়ে গোসল করালেন তাঁর প্রতিবেশীরা। বুধবার (২২ মে) সকালে নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে তাঁর সমর্থক ও এলাকাবাসী তাঁকে ২০ কেজি দুধ দিয়ে গোসল করান। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মো. এহসানুল হাকিম বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ১ হাজার ভোটে তিনি নির্বাচিত হন। সমর্থক মো. লিমন আহমেদ বলেন, ‘বিজয়োল্লাসের বাড়তি আকর্ষণ হিসেবে চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করেছি। ’ মো. এহসানুল হাকিম বলেন, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে দুধ দিয়ে গোসল করেছি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী এই উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিল। আমি বিজয়ী হওয়ার পরে জনমনে যে সন্তোষ দেখা দিছে তাতে মনে হচ্ছে তারা এতো দিন জেলখানায় ছিলো। এখন মনে হচ্ছে তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তার প্রমাণ সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে।
Discussion about this post