স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর থানাধীন উত্তর পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাত মহিলার(৫২) মৃত্যু হয়েছে। বুধবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করে। পথচারী মাহবুব আলম জানান,আদাবর থানার পাশে ওই মহিলাটি পায়ে হেঁটে রাস্তা পরাপারের সময় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় গুরতর হন।গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ওইখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পরে ওখান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post