ঢাকা: আজ থেকেই ফেসবুকসহ সবধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিতের জন্যও কাজ চলছে বলে জানান তিনি। আজ বুধবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন বৈঠকে বসেন জুনাইদ আহমেদ পলক। বৈঠক শেষে সাংবাদিক এসব তথ্য নিশ্চিত করেন তিনি। পলক বলেন, আজ থেকে ফেসবুক-ইউটিউব-টিকটক ব্যবহারে আর কোনো বিধি-নিষেধ নেই। স্বাভাবিক হবে ইন্টারনেটের গতিও। ইন্টারনেটের সর্বোচ্চ স্পিড নিশ্চিতের জন্যও কার্যক্রম চলছে। এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ে ফেসবুকের ভূমিকা নিয়ে বৈঠকে সরকার অসন্তোষ প্রকাশ করে। পলক বলেন, ফেসবুকের পক্ষ থেকে যে ফ্যাক্টচেকিং ফার্মগুলো আছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তবে টিকটকের সহযোগিতা ও তাদের ব্যাখ্যায় সরকার সন্তোষ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকে মিথ্যা ও গুজব ছড়ানোর কারণে মৃত্যুর যে সংখ্যা বেড়েছে তার দায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোনোভাবেই এড়াতে পারে না। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাসহ অতীতেও সহযোগিতা করেছে ফেসবুক। ঠিক তেমনি তারা আগামীতেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
Discussion about this post