স্পোর্টস রিপোর্ট: চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান ফুটবলের জাঁকজমকপূর্ণ ও সবথেকে আকর্ষণীয় প্রতিযোগিতার নাম। আজ থেকে শুরু হচ্ছে এ প্রতিযোগিতার এবারের মৌসুম। যদিও এবার থেকে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হবে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ফরম্যাটে। এর ফলে ম্যাচের সংখ্যা বাড়ছে, বাড়ছে বড় ক্লাবগুলোর একে অপরের বিপক্ষে ম্যাচ। এই নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে তাই দর্শকদেরও আগ্রহ প্রচুর। আজ প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়াও লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলাও মাঠে নামছে আজই। এদিকে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন আলিসন বেকার এবং ম্যানুয়েল আকাঞ্জিরা। তাদের শঙ্কার কারণ ঠাসা সূচি। ফুটবলারদের কথা না ভেবেই এমন সূচি প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। এর আগের ফরম্যাটে চ্যাম্পিয়ন লিগে প্রতিটি দলকে গ্রুপ পর্বে ছয়টি করে ম্যাচ খেলতে হতো। কিংবা এবার থেকে লিগ পর্বে প্রতিটি দলকে খেলতে হবে ৮ টি করে ম্যাচ। নক আউট পর্বেও দলগুলোকে বাড়তি ম্যাচ খেলতে হবে। আবার চ্যাম্পিয়ন্স লিগের পর ক্লাব বিশ্বকাপের খেলাও আছে। সব মিলিয়ে তাই ফুটবলারদের যেনো শ্বাস নেওয়ার সময়টুকুও নেই। এভাবে টানা ম্যাচ খেলার ফল কি হবে তা জানেন না বলেই জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল আকাঞ্জি। তিনি বলেন, ‘এর পরিসর বড় হয়েছে, ম্যাচের সংখ্যাও বেড়েছে। এরপর মৌসুম শেষ হতেই আছে ক্লাব বিশ্বকাপ। শুধু ম্যাচ আর ম্যাচ। জানি না আগামী দুই বছরে এর ফল কী হতে পারে। ’ এভাবে খেললে আগেভাগেই অবসর নিয়ে নিতে হতে পারে বলেও জানিয়েছেন আকাঞ্জি। তিনি বলেন, ‘খুবই কঠিন অবস্থা। আপনাকে শুধু এই মৌসুম নিয়ে ভাবলেই চলছে না, ভাবতে হচ্ছে পরের মৌসুম নিয়েও। আমরা ছুটি কাটাব কখন? শীতকালীন ছুটিও নেই। ভাগ্য ভালো থাকলে দুই মৌসুমের মাঝে দুই সপ্তাহের ছুটি পেতে পারি, তবে এরপরই তো ফিরতে হবে। শেষ নেই যেন। জানি না কী হবে। হয়তো আমি ৩০ বছরেই অবসর নিয়ে নেব!’ এদিকে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার বাড়তি ম্যাচের ধকল নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘বাড়তি ম্যাচ যোগ করা নিয়ে খেলোয়াড়রা কী ভাবছে, তা নিয়ে তো কেউ কিছু জিজ্ঞাসা করে না। মনে হয় আমাদের মতামতের কোনো মূল্য নেই। তবে সবাই জানে আমরা বাড়তি ম্যাচ নিয়ে কী ভাবছি। এ নিয়ে বলতে বলতে আমরা ক্লান্ত। ’ আলিসন আরও বলেন, ঠাসা সূচির কারণে সব ম্যাচে নিজের সেরাটা দিতে পারা যাবে না। তিনি বলেন, ‘ক্লান্ত হয়ে গেলে তো আপনি নিজের সেরাটা দিতে পারবেন না। আমি তো সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই। ’
Discussion about this post