ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।ইসি সূত্রে জানা গেছে, সংলাপে দু’দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি।ইসির সংলাপের পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে কমিশন।এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি তাদের আলোচনা শুরু করে। যদিও প্রথম দিনের সেই সংলাপে আমন্ত্রিত সুশীল সমাজের অর্ধেকেরও বেশি প্রতিনিধি অংশ নেননি।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন যে, সংলাপে উঠে আসা মতামত তাঁর কমিশন বাস্তবায়ন করবে।
Discussion about this post