ঢাকা: উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।আইন উপদেষ্টা বলেন, আজ অথবা কালকের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।তিনি বলেন, গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। গণভোটের ব্যালটটা ভিন্ন কালারের হবে, যাতে কেউ বিভ্রান্ত না হয়। আসিফ নজরুল বলেন, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণভোটের বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী দুই তিন দিনের মধ্যে শুরু হবে। প্রত্যেকটা প্রশ্ন যেন সব মানুষ বুঝতে পারে এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় থেকে আমরা প্রচারণা করবো। চারটি প্রশ্ন বিবেচনা করে যদি বেশি প্রশ্নে সম্মত থাকনে, তবে হ্যাঁ ভোট দেবেন আর অধিকতর অসম্মত হলে না ভোট দেবেন। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট একসঙ্গে গণনা করা হবে জানিয়ে তিনি বলেন, ভোটদান পদ্ধতি সংসদ নির্বাচন পদ্ধতিতেই হবে।তিনি বলেন, গণভোটটা কিভাবে করা হবে তা নিয়ে গণভোট আইন করা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, ইনশাল্লাহ আমরা নির্বাচনের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারবো। এখন পর্যন্ত ৩১ হাজার ৮০০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
























































Discussion about this post